Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারে অস্ত্র বিক্রি বন্ধ করল দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১২ মার্চ ২০২১ ১৯:৫৪

সেনাঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল এবং গণতন্ত্রপন্থিদের বিক্ষোভে মিয়ানমার জান্তা প্রশাসনের দমন-পীড়নের জেরে দেশটির কাছে অস্ত্র বিক্রি বন্ধ এবং সকল প্রতিরক্ষা সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। খবর রয়টার্স।

শুক্রবার (১২ মার্চ) দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দক্ষিণ কোরিয়া মিয়ানমারের কাছে অন্যান্য কৌশলগত পণ্য রফতানিও কমিয়ে দেবে। এছাড়াও মিয়ানমারের জন্য উন্নয়ন সহযোগিতা এবং সেখানকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মিয়ানমারের নাগরিকদের দক্ষিণ কোরিয়ায় মানবিক আশ্রয় দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

এর আগে, ২০১৯ সালে সর্বশেষ মিয়ানমারে প্রতিরক্ষা সরঞ্জামাদি রফতানি করেছিল দক্ষিণ কোরিয়া। দেশটি এখনো মিয়ানমারের উন্নয়ন প্রকল্পে কোটি কোটি ডলার লগ্নি করে রেখেছে।

১ ফেব্রুয়ারি সেনাঅভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতান্ত্রিক সরকারের পতনের পর সেখানে সেনাশসনের বিরুদ্ধে সাধারণ মানুষ টানা বিক্ষোভ করে যাচ্ছে। বিক্ষোভ দমনে জান্তা বাহিনী বলপ্রয়োগ করছে। এখন পর্যন্ত প্রায় ৭০ জন বিক্ষোভকারী পুলিশের গুলিতে মারা গেছেন।

সারাবাংলা/একেএম

অস্ত্র বিক্রি বন্ধ টপ নিউজ দক্ষিণ কোরিয়া মিয়ানমারে সেনা অভ্যুত্থান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর