Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মডেল রোমানাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২১ ১৭:৫৫ | আপডেট: ১২ মার্চ ২০২১ ২০:১২

ঢাকা: সৌদি আরব প্রবাসী কামরুল ইসলাম জুয়েলের দায়ের করা মামলায় মডেল ও রান আউট সিনেমার নায়িকা রোমানা ইসলাম স্বর্ণাসহ (৪০) তার মা ও সন্তানকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রিমান্ডের পরিবর্তে তাদের একদিনের জন্য জেলগেটে জিজ্ঞেসাবাদ করার অনুমতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১২ মার্চ) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার এ আদেশ দেন। তিনি আগামী তিন দিনের মধ্যে যেকোনো একদিন আসামিদের জিজ্ঞাসাবাদ করতে বলেন।

বিজ্ঞাপন

মামলার বাকি দুই আসামি হলেন— রোমানার মা আশরাফি আক্তার শেলী (৫৭) ও রোমানার ছেলে আন্নাফি ইউসুফ ওরফে আনান (২১)।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. দুলাল হোসেন আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

এসময় আসামিপক্ষে আইনজীবী আকরাম ও আবুল বাসারসহ অন্যরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। বাদীপক্ষ থেকে আইনজীবী উসমান গনি জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষের শুনানি করেন। দুই পক্ষের শুনানি শেষে রিমান্ড আবেদন নাকচ করে তিন দিনের মধ্যে যেকোনো একদিন আসামিদের জেলগেটে জিজ্ঞেসাবাদ করার আদেশ দেন বিচারক।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে রোমানাকে গ্রেফতার করে। সৌদি প্রবাসীর দায়ের করা মামলায় রোমানা, তার মা ও ছেলের বিরুদ্ধে বিরুদ্ধে কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, রোমানা স্বর্ণার সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ওই প্রবাসীর। এরপর বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারে তারা যোগাযোগ করতেন। প্রতারণার মাধ্যমে বিয়ে করে তার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন রোমানা।

বিজ্ঞাপন

আরও পড়ুন-

মডেল রোমানাসহ ৩ জনের রিমান্ড চায় পুলিশ

সৌদি প্রবাসীর মামলায় মডেল রোমানা গ্রেফতার

সারাবাংলা/এআই/টিআর

অর্থ আত্মসাৎ জেলগেটে জিজ্ঞাসাবাদ প্রবাসীর মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর