Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ, ৬ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১২ মার্চ ২০২১ ১৮:০৭

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। বেলুচিস্তানের প্রাদেশিক খনি অধিদফতরের কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই খনিতে জমে থাকা মিথেন গ্যাস বিস্ফোরিত হওয়ার পর প্রায় এক হাজার ফুট নিচে আট কর্মী আটকা পড়েছিলেন। তার মধ্যে ওই ছয় জনের মৃতদেহ পাওয়া যায় বলে রয়টার্স জানিয়েছে।

এ ব্যাপারে খনি অধিদফতরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারকর্মীরা সকালে ক্ষতিগ্রস্ত ওই খনি থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার করেছে। খনিটি বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে।

এদিকে, বেলুচিস্তানে প্রায়ই কয়লাখনিতে দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়। ২০২০ সালেই কয়লাখনিতে ৭২ দুর্ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বেলুচিস্তান কোল মাইনস ওয়ার্কার্স ফেডারেশনের প্রেসিডেন্ট সুলতান মুহাম্মদ লালা। সরকার এবং খনি মালিকরা নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি না করায় এ হতাহতের ঘটনা ঘটছে বলেও তিনি অভিযোগ করেন।

সারাবাংলা/একেএম

খনি বিস্ফোরণ টপ নিউজ পাকিস্তান বেলুচিস্তান

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর