বিশ্বজুড়ে বেড়েছে যমজ সন্তান জন্মদান
১২ মার্চ ২০২১ ১৭:২২ | আপডেট: ১২ মার্চ ২০২১ ১৮:৩৯
বিশ্বজুড়ে জন্ম নেওয়া প্রতি ৪২ শিশুর একটি যমজ। সব মিলিয়ে প্রতিবছর প্রায় ১৬ লাখ যমজ শিশু জন্ম নিচ্ছে। দেরি করে সন্তান ধারণ এবং চিকিৎসা প্রযুক্তির অভাবনীয় উন্নয়নের কারণে যমজ সন্তান জন্মদান ১৯৮০ সালের তুলনায় তিনগুণ বেড়েছে।
শুক্রবার (১২ মার্চ) দ্য জার্নাল হিউম্যান রিপ্রডাকশনের এক গবেষণার বরাতে এসব তথ্য জানিয়েছে বিবিসি। ওই গবেষণার অংশ হিসেবে ১৬৫ দেশে ২০১০-১৫ সাল পর্যন্ত যমজ সন্তান জন্মদানের তথ্য সংগ্রহ করা হয়েছে। পরে, ১৯৮০-৮৫ সালের তথ্যের সঙ্গে তা তুলনা করে দেখা হয়েছে।
গবেষণা থেকে দেখা গেছে, যমজ সন্তান জন্মদানের ক্ষেত্রে ইউরোপ এবং উত্তর আমেরিকা এগিয়ে আছে। বিশ্বজুড়ে প্রতি হাজারে ৯ যমজ সন্তান জন্ম নিলেও ওই দুই অঞ্চলের ক্ষেত্রে সেই সংখ্যা হাজারে ১২।
তবে, যমজ সন্তান জন্মদানের ক্ষেত্রে অনেক আগে থেকেই শীর্ষে রয়েছে আফ্রিকা মহাদেশ। সর্বশেষ ৩০ বছরেও ওই চিত্রের কোনো পরিবর্তন হয়নি। এশিয়া এবং আফ্রিকা মহাদেশ মিলিয়ে মোট জন্ম নেওয়া যমজের ৮০ শতাংশ রয়েছে।
সারাবাংলা/একেএম