Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেলিমা রহমান করোনা পজিটিভ

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২১ ১৭:২৫ | আপডেট: ১২ মার্চ ২০২১ ২৩:৫০

ঢাকা: নভেল করোনাভাইরাস কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট আসে।

বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসার জন্য সেলিমা রহমানকে গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়রুল কবির জানান,  পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে সেলিমা রহমানের জন্য দোয়া চাওয়া হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ২০০১ সালে বিএনপি সরকারের সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী ছিলেন। বিএনপি সর্বশেষ জাতীয় কাউন্সিলে সেলিমা রহমান দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। পরে তাকে স্থায়ী কমিটির সদস্য করা হয়।

সেলিমা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বড় বোন।

সারাবাংলা/একে

করোনা কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর