Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মরদেহ উদ্ধার নিয়ে রহস্য, স্বজনদের সন্দেহ হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২১ ১৬:২৩

বরিশাল: জেলার বাকেরগঞ্জ উপজেলায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। জীবনের নিরাপত্তা চেয়ে বছর খানেক আগে ওই ব্যক্তি থানায় সাধারণ ডায়েরি করেছিল বলে দাবি তার স্বজনদের। তবে মরদেহের সুরতহালে ওই ব্যক্তির গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে ওই উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের দেওয়ান বাড়ি মসজিদের সামনে ইশা খাঁ দেওয়ান রিপন নামে (৪২) এক ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

স্বজনরা জানায়, ওইদিন ভোরে রিপন বাসা থেকে বেরিয়ে ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। এরপর তার মরদেহ পাওয়া যায়।

জমি নিয়ে স্থানীয় প্রতিপক্ষের সঙ্গে বিরোধের জের ধরে তাকে হত্যার সন্দেহ করছেন স্বজনরা। তারা এ ঘটনা তদন্ত করে বিচার দাবি করেছেন। এর আগে গত বছর জীবনের নিরাপত্তা চেয়ে ওই ব্যক্তি থানায় সাধারণ ডায়েরি করেছিলেন বলে জানান তারা।

তবে থানায় সাধারণ ডায়েরির কথা অস্বীকার করেছে পুলিশ। তাদের দাবি, ওই ব্যক্তির শরীরে কোনো আঘাত কিংবা কোন ক্ষতের চিহ্ন নেই। স্বজনদের অভিযোগ থাকায় মর্গে ওই লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনএস

মরদেহ উদ্ধার হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর