ফের লকডাউনে নাগপুর
১২ মার্চ ২০২১ ১৫:৫৬ | আপডেট: ১৩ মার্চ ২০২১ ১২:৪০
করোনা সংক্রমণ বাড়তে থাকায় ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের শহর নাগপুর এবং এর আশপাশের এলাকাগুলোতে ফের লকডাউন আরোপ করা হচ্ছে। সোমবার (১৫ মার্চ) থেকে সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে বলে জানিয়েছে বিবিসি।
ভারতে করোনাভাইরাসের অন্যতম হটস্পট মহারাষ্ট্র। রাজ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। কয়েক মাসে ভারতে করোনা সংক্রমণের হার নিম্নমুখী থাকলেও কিছুদিন ধরে মহারাষ্ট্রসহ ছয় রাজ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্তের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।
করোনার নতুন ধরনের কারণে সংক্রমণের এই ঊর্ধ্বগতি হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন। পাশাপাশি, সতর্কতামূলক নির্দেশনা মানতে অনীহাও সংক্রমণ বৃদ্ধিতে ভূমিকা রাখছে, বলেছেন তারা।
ভারতজুড়ে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি চলার মধ্যে মহারাষ্ট্রে সংক্রমণ বাড়ার এ চিত্র দেশটির স্বাস্থ্য সংশ্লিষ্টদের উদ্বেগও বাড়িয়ে দিয়েছে।
এদিকে, লকডাউনে থাকলেও নাগপুরে ভ্যাকসিন প্রয়োগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী নিতিন রাউত।
মন্ত্রী বলেন, সরকারি দফতর এবং শিল্প কারখানায় ২৫ শতাংশ উপস্থিতি বাদে সব প্রতিষ্ঠান এবং অপরিহার্য নয় এমন সব দোকান বন্ধ থাকবে।
সারাবাংলা/একেএম