মডেল রোমানাসহ ৩ জনের রিমান্ড চায় পুলিশ
১২ মার্চ ২০২১ ১৫:৪৫ | আপডেট: ১২ মার্চ ২০২১ ১৫:৪৬
ঢাকা: সৌদি আরব প্রবাসী কামরুল ইসলাম জুয়েলের দায়ের করা মামলায় মডেল রোমানা ইসলাম স্বর্ণাসহ (৪০) তিন জনের ৫ দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ।
শুক্রবার (১২ মার্চ) মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার ইনসপেক্টর দুলাল হোসেন এ রিমান্ড আবেদন করেন। কিছু সময় পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
অপর যে দুই আসামির রিমান্ড চাওয়া হয়েছে তারা হলেন- আশরাফি আক্তার শেলী এবং আন্নাফি ইউসুফ ওরফে আনান।
এর আগে গত বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে রোমানাকে গ্রেফতার করে।
অভিযোগ থেকে জানা যায়, রোমানা স্বর্ণার সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ওই প্রবাসীর। এরপর বিভিন্ন সময় হোয়াটস অ্যাপ, ম্যাসেঞ্জারে তারা যোগাযোগ করতেন। প্রতারণার মাধ্যমে বিয়ে করে তার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন রোমানা। অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মোহাম্মদপুর থানায় প্রতারণার মামলাটি করেন সৌদি আরব প্রবাসী জুয়েল।
আরও পড়ুন- সৌদি প্রবাসীর মামলায় মডেল রোমানা গ্রেফতার
সারাবাংলা/এআই/এসএসএ