Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভয়নগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১২ মার্চ ২০২১ ১৪:০৮

যশোর: অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫জন। অভয়নগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হতাহত সবাই স্থানীয় কয়লা শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

নিহত ইজিবাইক চালক শহিদুল ইসলাম অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের সবর আলীর ছেলে। অপর নিহতের পরিচয় মেলেনি।

ওসি মাহমুদ আলম জানান, সকাল সাড়ে ৯টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি বাস কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। ভাঙ্গাগেট এলাকায় পৌঁছালে বাসটি খুলনা অভিমুখী একটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি উল্টে গিয়ে দুইজন নিহত হন এবং অন্য যাত্রীরা গুরুতর আহত হন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া রহমান জানান, দুই জনকে হাসপাতালে আনার আগেই মারা যান। বাকী ৫ জনের মধ্যে চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা /এসএসএ

আহত নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর