Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১২ মার্চ ২০২১ ১১:৫৮

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধের ঘটনায় মৃত মিশালের ১৮ মাসের সন্তান মিনহাজ মারা গেছে। শুক্রবার (১২মার্চ) বেলা ১১টার দিকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় শিশুটি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, শিশু মিনহাজের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। শুক্রবার বেলা ১১টার দিকে সে মারা যায়। গতকাল মাহফুজুল ইসলাম (১২) ও এর আগে মিশাল (২৮) মারা যায়।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ ফতুল্লার মাজদাইল বাজার এলাকায় একটি বাড়ির ৬ তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়। ওই রাতেই তাদেরকে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়।

সারাবাংলা /এসএসএ

নারায়ণগঞ্জ বিস্ফোরণ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর