সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট গণনা ও ফল আজ
১২ মার্চ ২০২১ ০৯:২৩ | আপডেট: ১২ মার্চ ২০২১ ১৪:৪৫
ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২০২২ সেশনের দুদিনব্যাপী নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে ৫ হাজার ৬৭৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনী পরিচালনা কমিটি শুক্রবার (১২ মার্চ) দুপুর আড়াইটায় ভোট গণনা শুরু করবে। ভোট গণনা শেষে আজই ফলাফল ঘোষণা করা হতে পারে।
এর আগে বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল পাঁচটা পর্যন্ত। মাঝখানে দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত এক ঘণ্টার বিরতি ছিল।
১৪টি পদের বিপরীতে এ নির্বাচনে মোট প্রার্থী ৫১ জন। মোট ভোটার ৭ হাজার ৭২১ জন।
জানা যায়, ভোট গ্রহণ শেষে নিরাপত্তার স্বার্থে আইনজীবীদের ভোটের বাক্স সুপ্রিম কোর্টের সোনালী ব্যাংক শাখার ভল্টে রেখেছেন নির্বাচনী পরিচালনা কমিটি।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সদস্য বি এম ইলিয়াস কচি বৃহস্পতিবার (১১ মার্চ) জানান, প্রতিবারই আইনজীবীদের ভোটগ্রহণ শেষে রাতে ভোটগণনা করে ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু করোনা ও সবার পরিশ্রমের কথা বিবেচনা করে এবার আমরা রাতে ভোটগণনা না করে দিনের বেলায় ভোট গোনার সিদ্ধান্ত নিয়েছি। সবার সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামীকাল (১২ মার্চ) জুমার নামাজের পর বেলা আড়াইটা থেকে ভোট গণনা শুরু হবে। ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নির্দলীয় হলেও অঘোষিতভাবে এবারও সরকারে থাকা আওয়ামী লীগ সমর্থিত (সাদা প্যানেল) এবং বিএনপি-জামায়াত সমর্থিত (নীল প্যানেল), বিএনপির বিদ্রোহী প্যানেল এবং বাম রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে গঠিত রেড প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি রাতে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ১৪টি পদের জন্য সাদা প্যানেল ঘোষণা করে। নির্বাচনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু সভাপতি পদে এবং মো. আব্দুল আলিম মিয়া জুয়েল সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য প্রার্থীরা হলেন, সহ সভাপতি পদে মুহাম্মদ শফিক উল্ল্যা, সহ সভাপতি পদে মো. আলী আজম, কোষাধ্যক্ষ পদে ড. মো. ইকবাল করিম, সহ সম্পাদক পদে সাফায়েত সুলতানা রুমি, সহ সম্পাদক পদে নুরে আলম উজ্জ্বল, সদস্য পদে যথাক্রমে মিন্টু কুমার মন্ডল, মুনতাসীর উদ্দিন আহমেদ, মো. সানোয়ার হোসেন, এবিএম শিবলী সালেকীন, মো. সিরাজুল হক, মহিউদ্দিন আহমেদ ও মাহফুজুর রহমান রোমান।
এদিকে গত ১৪ ফেব্রুয়ারি বিএনপি সমর্থিত (নীল প্যানেল) জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম প্যানেল ঘোষণা করেছে। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব মো. ফজলুর রহমানকে সভাপতি এবং রুহুল কুদ্দুস কাজলকে সম্পাদক পদসহ ১৪টি পদের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
এ ছাড়া নির্বাচনে দুটি সহ-সভাপতি পদে জয়নাল আবেদিন তুহিন ও জালাল আহমেদ, দুটি সহ-সম্পাদক পদে মাহমুদ হাসান ও রাশিদা আলম ঐশী, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহবুব এবং সাতটি সদস্য পদে মনজুরুল আলম সুজন, শফিকুল ইসলাম শফিক, গোলাম মোহাম্মদ জাকির, পারভীন কাওসার মুন্নি, রেদওয়ান আহমেদ রানজিব, নিয়াজ মুহাম্মদ মাহবুব ও ইফতেখার আহমেদকে মনোনীত করা হয়েছে।
বিএনপির বিদ্রোহী প্যানেল: এই প্যানেলে সভাপতি পদে ওয়ালিউর রহমান খান এবং সম্পাদক পদে মির্জা আল মাহমুদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সহ-সভাপতি নাহিদ সুলতানা এবং সাবিনা ইয়াসমিন লিপিসহ অনন্যারা লড়ছেন।
রেড প্যানেল: রেড প্যানেলের অঙ্গীকার, দল থাকবে যার যার- বার হবে সবার` এই স্লোগান নিয়ে এবারের নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিচ্ছে `রেড প্যানেল`। নির্বাচনে সভাপতি, সম্পাদক পদসহ আটটি পদে বাম ঘরানার প্রার্থিরা অংশ গ্রহণ করছেন।
নির্বাচনে সভাপতি পদে কে এম জাবির, সম্পাদক পদে গিয়াস উদ্দিন চৌধুরী, সহ সভাপতি পদে নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মো. বদিউজ্জামান তপাদার, সহ সম্পাদক পদে মো. সাজ্জাদ হোসেন, সদস্য পদে শহিদুল হক, এস কে এম আনিসুর রহমান খান, জহিরুল আলম বাবর। এ ছাড়া এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনুছ আলী আকন্দ।
গত ২০২০-২০২১ মেয়াদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতিসহ ছয়টি পদে এবং সম্পাদকসহ আটটি পদে বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছিলেন।
সারাবাংলা/কেআইএফ/এএম