Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি প্রবাসীর মামলায় মডেল রোমানা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২১ ২২:৩৮

ঢাকা: সৌদি আরব প্রবাসী কামরুল ইসলাম জুয়েলের করা মামলায় গ্রেফতার হয়েছেন মডেল ও রান আউট সিনেমার নায়িকা রোমানা ইসলাম স্বর্ণা। তার বিরুদ্ধে অভিযোগ, কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন তিনি।

অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মোহাম্মদপুর থানায় প্রতারণার মামলা করেন সৌদি আরব প্রবাসী জুয়েল।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে রোমানাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (১১ মার্চ) পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ সাংবাদিকদের এ সব তথ্য জানান।

তিনি বলেন, ‘ভুক্তভোগী সৌদি প্রবাসী আজ মোহাম্মদপুর থানায় রোমানা স্বর্ণার বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, প্রতারণার মাধ্যমে বিয়ে করে তার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন রোমানা। তার অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ স্বর্ণাকে গ্রেফতার করেছে।’

মোহাম্মদপুর থানার এসআই মৃত্যুঞ্জয় দে সজল আরও বলেন, ‘রোমানা স্বর্ণার সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ওই প্রবাসীর। এরপর বিভিন্ন সময় হোয়াটস অ্যাপ-ম্যাসেঞ্জারে তারা যোগাযোগ করতেন। আজ তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১১ মার্চ) তাকে আদালতে পাঠানো হবে।

সারাবাংলা/ইউজে/একে

নায়িকা রোমানা মডেল রোমানা সৌদি আরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর