মৃত্যুদাবির ২ লাখ টাকা নমিনির হাতে দিলেন যমুনা লাইফের পরিচালক
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২১ ২২:৩৩ | আপডেট: ১১ মার্চ ২০২১ ২৩:১৯
১১ মার্চ ২০২১ ২২:৩৩ | আপডেট: ১১ মার্চ ২০২১ ২৩:১৯
নারায়ণগঞ্জ: রাজধানীর মতিঝিলে যমুনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিমা গ্রাহক মৃত মনিরুল ইসলামের মৃত্যুদাবির দুই লক্ষ টাকা পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে বিমার নমিনি মনিরুল ইসলামের স্ত্রী নাছিমা আক্তারের হাতে মৃত্যুদাবির এ চেক তুলে দেন যমুনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও গাজী গ্রুপের পরিচালক বদরুল আলম খান। রাজধানীর মতিঝিলের দৈনিক বাংলার মোড়ে যমুনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে এই আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- যমুনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) মোহাম্মদ জসিম উদ্দিন, এভিপি (অবলিখন ও পলিসি হোল্ডার সার্ভিস) সজীব কুমার ভৌমিকসহ অনেকে।
সারাবাংলা/এমও