Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে দক্ষ মানবসম্পদের অভাব রয়েছে: শিল্পমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২১ ২১:৩৭ | আপডেট: ১১ মার্চ ২০২১ ২১:৩৯

সুনামগঞ্জ: সুনামগঞ্জে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আমাদের দেশে কোনো কিছুর অভাব নেই, অভাব রয়েছে শুধু দক্ষ মানবসম্পদের।

বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। প্রায় ৯০০ কোটি টাকা ব্যায়ে সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের আধুনিকায়ন উপলক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে তরুণ দক্ষ জনশক্তির বিকল্প নেই জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, ‘এ লক্ষ্যেই শেখ হাসিনা সরকার শিল্পখাতে অধিক গুরুত্ব দিয়ে কাজ করছেন। জাতির পিতাকে হত্যার পর বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় এসে দেশের লাভজনক শিল্প কারখানাগুলোকে দলীয় লোকজনের কাছে বিক্রি করে একের পর এক ধ্বংস করে দিয়েছিলো। শ্রমিকদের পেটে লাথিও মারা হয়েছিলো। কিন্তু আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় এসে সেই বন্ধ কারখানাগুলোকে চালু করে আবার শ্রমিকদের মুখে ভাত তুলে দেয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেন।’

বাংলাদেশ ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান মো. এহছানে এলাহীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনসহ অন্যরা।

সারাবাংলা/এমও

মানবসম্পদ শিল্পমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর