Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রাহকের ৫ কোটি টাকা নিয়ে উধাও ‘মেঘনা সঞ্চয় ও ঋণদান সমিতি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২১ ২০:৫৩

বগুড়া: জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার মেঘনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের নির্বাহী পরিচালক বায়েজিদ হোসেনের বিরুদ্ধে গ্রাহকদের জামানতের ৫ কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে ওই সমিতিতে প্রায় ১১৮ জন জামানতকারীরা উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে উপজেলা সমবায় অফিসারের কাছে লিখিত অভিযোগও করেছেন।

‘মেঘনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডে’র জামানতকারী আরিফ, জাহাঙ্গীর আলম, পেয়ারা, হাজেরাসহ অনেইে জানান, প্রায় আট বছর আগে উল্লেখিত সমবায় সমিতি লিমিটেড কার্যক্রম শুরু করে। সেখানে অনেকেই ঋণ গ্রহন করে পরিশোধ করে থাকেন। সমিতির নির্বাহী পরিচালক বায়েজিদ হোসেন অধিক মুনাফা দেওয়ার কথা বলে ১১৮ জন জামানতকারীর থেকে প্রায় ৫ কোটি টাকা জামানত নেন। সম্প্রতি জামানতের মেয়াদ শেষ হওয়াই অনেকেই টাকা ফেরত নিতে আসেন। তখন বায়েজিদ হোসেন টাকা দেওয়ার কথা বলে কালক্ষেপণ করেন। তাকে চাপ দেওয়া হলে গত ২৬ ফেব্রুয়ারি তার পরিবারসহ তিনি বাসা থেকে পালিয়ে যান।

নির্বাহী পরিচালক বায়েজিদ হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করে তার ফোন বন্ধ পাওয়া যায়।

উপজেলা সমবায় অফিসার আব্দুস ছালাম জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমও

উধাও ঋণদান সমিতি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর