Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীর কোম্পানিগঞ্জের আ.লীগ নেতা বাদল আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২১ ২০:২০

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানিগঞ্জ আওয়ামী লীগের দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা জানাননি।

আটক মিজানুর রহমান বাদল (৫০) উপজেলার চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরকালী গ্রামের মৃত মুক্তিযোদ্ধা সিরাজুল আলম চৌধুরীর ছেলে। বাদলের অনুসারীরা জানান, নোয়াখালী প্রেসক্লাব এলাকা থেকে বৃহস্পতিবার বিকাল ৪টায় সাদা পোশাকে একদল লোক বাদলকে তুলে নিয়ে যায়।

উল্লেখ্য, গত ২ মাস ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং বসুরহাট পৌরসভার মেয়র মির্জা কাদেরের সঙ্গে জেলা ও কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিরোধের জেরে এক অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়। এ সময় দু’গ্রুপের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিলে পৃথক পৃথক এলাকায় দুইবার রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলিতে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির এবং সিএনজি চালক আলাউদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

সারাবাংলা/এমও

আওয়ামী লীগ কোম্পানিগঞ্জ আ.লীগ নেতা মিজানুর রহমান বাদল

বিজ্ঞাপন

খুলনায় বাস খাদে পড়ে নিহত ১, আহত ৫
১৯ জানুয়ারি ২০২৫ ১৫:১৫

আরো

সম্পর্কিত খবর