Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হঠাৎ চলন্তবাসে আগুন, দুইজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২১ ২০:১১

ঢাকা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে যাত্রীবাহী মতলব এক্সপ্রেস পরিবহনের একটি গাড়িতে হঠাৎ আগুন লেগেছে। আগুনে পুড়ে এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে বলে ফায়ার সার্ভিস। এ ঘটনায় দগ্ধ অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে ঢাকায় আনা হচ্ছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেল ৫টা ৩৫ মিনিটে যাত্রীবাহী চলন্ত গাড়িটিতে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিস সদর দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খানম সারাবাংলাকে বলেন, ‘এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ হওয়াদের উদ্ধার করে ঢাকায় নেওয়া হচ্ছে।’

সবশেষ উদ্ধার পরিস্থিতির কোনো রিপোর্ট না পাওয়া বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

তবে দাউদকান্দি হাইওয়ে পুলিশের হাবিলদার আশরাফুল আলম জানিয়েছেন, গৌরিপুর বাসস্ট্যান্ডে হঠাৎ করেই মতলব এক্সপ্রেস পরিবহনের গাড়িটিতে আগুন ধরে যায়। বাসের ভেতরে থাকা যাত্রীদের অনেকেই দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে মৃত দেখেছি, দুইজনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ৯ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি জানিয়েছেন, সবার অবস্থাই খারাপ পর্যায়ে।

বাসে আগুন লাগার ঘটনায় ঢাকা কুমিল্লা মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ডিউটি অফিসার এএসআই মনির বলেন, ‘বাসে আগুনের ঘটনায় দুইজন মারা গেছে। এ ছাড়া আটজন আহত হয়েছে।’

তিনি জানান, সড়কে যান চলাচল শুরু হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগবে।

ধারণা করা হচ্ছে, সিলিন্ডার বিস্ফোরণ থেকেই বাসে আগুনের সূত্রপাত।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/একে

চলন্ত বাস টপ নিউজ বাসে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর