Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রভাষা দিবস স্মরণে ডাকটিকেট প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২১ ২০:০৮

ঢাকা: ভাষা আন্দোলনের ইতিহাসে জাতির জন্য অবিস্মরণীয় একটি গৌরবোজ্জ্বল দিন ১১ মার্চ। ১৯৪৮ সালের এই দিনে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ দাবিতে তৎকালীন পূর্ববাংলায় সর্বাত্মক সাধারণ ধর্মঘট পালিত হয়। এটাই ছিল ভাষা আন্দোলনের ইতিহাস তথা পাকিস্তান প্রতিষ্ঠার পর এ দেশে প্রথম সফল ধর্মঘট।

১১ মার্চ প্রতিবাদের যে ভিত রচনা হয়েছিল তারই সূত্র ধরে এই সংগ্রামের পরিপূর্ণতা লাভ করে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে। দিবসটি উপলক্ষে ডাক অধিদফতর স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ মার্চ) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার দফতরে এ বিষয়ে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট ও ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন। এছাড়া ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড উদ্বোধন করা হয়। মন্ত্রী এ সংক্রান্ত একটি সিলমোহর ব্যবহার করেন।

দিবসটির তাৎপর্য তুলে ধরে মন্ত্রী বিবৃতিও দিয়েছেন। বিবৃতিতে ভাষা আন্দোলনে এই দিবসটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন।

সারাবাংলা/ইএইচটি/এমও

ডাকটিকেট ভাষা আন্দোলন রাষ্ট্রভাষা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর