Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ডিপোতে আগুনে পুড়েছে ৯ বাস

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২১ ১৮:৫১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি বাসের ডিপোতে আগুন লেগে ৯টি বাস পুড়ে গেছে। বাসগুলো পরিত্যক্ত অবস্থায় ডিপোতে ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে নগরীর কর্নেলহাট এলাকায় ‘বাগদাদ এক্সপ্রেস’ নামে একটি পরিবহন কোম্পানির ডিপোতে এ অগ্নিকাণ্ড হয়।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক (ডিএডি) নিউটন দাশ সারাবাংলাকে জানিয়েছেন, বেলা দেড়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ডিপোতে বাগদাদ এক্সপ্রেস পরিবহনের ১১টি পরিত্যক্ত বাস ছিল। এর মধ্যে ৯টি বাস পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছেন নিউটন দাশ।

সারাবাংলা/আরডি/এমও

ফায়ার সার্ভিস বাগদাদ এক্সপ্রেস বাসে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর