Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেড়াতে গিয়ে বুনো হাতির আক্রমণে শিক্ষার্থীর মৃত্যু

লোকাল করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২১ ১৩:০৭ | আপডেট: ১১ মার্চ ২০২১ ১৩:০৯

রাঙ্গামাটি: বেড়াতে গিয়ে কাপ্তাই উপজেলায় বুনো হাতির আক্রমণে অভিষেক পাল (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ৯টায় কাপ্তাই-আসামবস্তি সড়কের কামাইল্যাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অভিষেক পাল ঢাকার তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাবা সুধাংশু বিকাশ পাল চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কর্মরত আছেন। তাদের গ্রামের বাড়ি লক্ষীপুরের রামগঞ্জ উপজেলায়। তারা পরিবারিকভাবে দীর্ঘদিন ধরে ফেনীর মাস্টারপাড়ায় বসবাস করছেন।

বিজ্ঞাপন

নিহত অভিষেক পালের বন্ধু সাদমান সোবহান উদয় জানান, বৃহস্পতিবার সকালে আমরা ৬ বন্ধু কাপ্তাই প্রশান্তি পার্ক থেকে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে রাঙ্গামাটির উদ্দেশে রওনা করলে সকাল ৯টার দিকে পথের মধ্যে দুটি বুনো হাতির মুখোমুখি হই। এসময় অভিষেক পাল বনের দিকে দৌঁড়ে পালানোর সময় পেছনে পেছনে গিয়ে একটি হাতি তাকে পিষ্ট করে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসার সময় অভিষেক মারা যায়।

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওমর ফারুক রনি জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

পার্বত্য চটগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মহসীন তালুকদার বলেন, ৭ মার্চ কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে একজন প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। আজ আরেকটি দুর্ঘটনা ঘটলো। এ এলাকাতে ইদানিং হাতির উৎপাত বেড়েছে।

উল্লেখ্য, গত ৭ মার্চ কাপ্তাই উপজেলায় বুনো হাতির আক্রমণে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। এনিয়ে জেলার কাপ্তাইয়ে গত ২ বছরে বুনো হাতির আক্রমণে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

কাপ্তাই টপ নিউজ নো হাতির আক্রমণ শিক্ষার্থীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর