Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে অবমুক্ত হলো অপো এফ১৯ প্রো

সারাবাংলা ডেস্ক
১১ মার্চ ২০২১ ০০:৫৭

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশে অবমুক্ত হলো অপো এফ১০ প্রো স্মার্টফোন। এরই মধ্যে প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত হওয়া স্মার্টফোনটির ফার্স্ট সেল শুরু হবে আগামী ১৮ মার্চ থেকে। দেশের বাজারে এর দাম রাখা হয়েছে ২৮ হাজার ৯৯০ টাকা।

বুধবার (১০ মার্চ) আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় এক অনুষ্ঠানে অপোর নতুন এই স্মার্টফোনটি উন্মুক্ত করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, ডুয়াল-ভিউ ভিডিওগ্রাফি, আপগ্রেডেড রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা, এআই কালার পোর্ট্রেট, বিশাল স্টোরেজ ও দীর্ঘমেয়াদি গেমিং সুবিধার এই ফোনে থাকছে ভুক ফ্ল্যাশ চার্জিং ৪.০ ও হাই-পাওয়ার ব্যাটারি।

বিজ্ঞাপন

অপো এফ১৯ প্রো অবমুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং, কান্ট্রি পিআর ও কমিউনিকেশন্স ম্যানেজার জোশিতা সানজানা রিজভান, মিডিয়া ম্যানেজার তেহসিন মুসাভিসহ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে এফ১৯ প্রো’এর আইকনিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ ও সাফা কবীরও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি অপো’র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি প্রচারিত হয়।

অপো’র নতুন স্মার্টফোনটি সম্পর্কে জোশিতা সানজানা রিজভান বলেন, এই ফোনের স্টাইলিশ আউটলুক ও অসাধারণ সব ফিচার তরুণ প্রজন্মের জন্য আরও বেশি আকর্ষণীয় হবে। ফিচার ও গুণগত মানের তুলনায় ফোনটি অনেক সাশ্রয়ী।

লাইট মিউজিক এলইডি শো দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন হৃদি শেইখ ও তার দল। অনুষ্ঠানে বাংলাদেশে প্রথমবারের মতো থ্রিডি ম্যাপিং দেখানো হয়। এছাড়াও সংগীত পরিবেশন করেন পড়শী। ছিল র‌্যাম্প শো।

অনুষ্ঠানে অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং জানান, ‘ফ্যান্টাস্টিক পার্পল’ ও ‘ফ্লুইড ব্ল্যাক’— এই দুই রঙে দেশে পাওয়া যাবে এই স্মার্টফোন। হালকা ও সূক্ষ্ণ ডিজাইনের ফোনটি হাতে বা পকেটে মোটেও ভারী মনে হবে না। এই ফোনে গ্রাহকেরা ওভারহিটিংয়ের সমস্যাও পাবেন না।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জানানো হয়, ফার্স্ট সেলের আগ পর্যন্ত গ্রাহকরা ফোনটি প্রি-অর্ডার করতে পারবেন। প্রি-অর্ডারের সঙ্গে থাকছে রবির পক্ষ থেকে ২০ জিবি ফোরজি ইন্টারনেট ফ্রি।

সারাবাংলা/টিআর

অপো এফ১৯ প্রো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর