মিয়ানমারে ফের আটকাবস্থায় এনএলডি কর্মীর মৃত্যু
১০ মার্চ ২০২১ ২৩:৫৬
মিয়ানমারে নিরপত্তা বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) আরেক কর্মীর মৃত্যু হয়েছে। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জান্তা প্রশাসনের নির্যাতনের মুখে তার মৃত্যু হয়েছে। বুধবার (১০ মার্চ) ওয়াচডগ গ্রুপ অ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারের (এএপিপি) বরাতে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।
এএপিপি জানিয়েছে, মৃত ব্যক্তির নাম জো মিয়াট লিন। তিনি স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (৯ মার্চ) তার মৃত্যু হয়। ইয়াঙ্গুনে পরিচালিত এক নৈশকালীন অভিযান থেকে তাকে আটক করা হয়েছিল। তার মৃতদেহ হস্তানন্তর করা পর তাতে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, আটক হওয়ার কিছু সময় আগেই ওই ব্যক্তি সামাজিক যোগাযোগের মাধ্যমে জান্তা প্রশাসনের বিরুদ্ধে রাজপথের লড়াইয়ে অংশ নেওয়ার আবেদন জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলেন।
১ ফেব্রুয়ারি জান্তা বাহিনী মিয়ানমারের ক্ষমতা দখল করে নেওয়ার পর থেকেই আইন প্রণেতা, শীর্ষ রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, গণতন্ত্রপন্থি বিক্ষোভকারী, সাংবাদিক, আমলা এবং উন্নয়নকর্মীসহ কয়েক হাজার মানুষকে আটক করা হয়েছে। এ নিয়ে আটকাবস্থায় দ্বিতীয় এনএলডি কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেলো।
এর আগে, খিন মং নামের অপর এক এনএলডি কর্মী শনিবার (৬ মার্চ) আটকাবস্থায় মারা যায়।
এদিকে নিরাপত্তা হেফাজতে একের পর এক মৃত্যুর ঘটনায় মিয়ানমারের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আটককৃতদের সঙ্গে কেমন ব্যবহার করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে — জানিয়েছে সিএনএন।
এ ব্যাপারে জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, মিয়ানমারে বিভিন্ন সময় নৈশকালীন অভিযানে যাদেরকে আটক করা হয়েছে, তাদের ব্যাপারে পরিবারের কাউকে কনো ধরনের তথ্য দেওয়া হয়নি। এমনকি সংশ্লিষ্ট অঞ্চলের পুলিশের কাছেও তাদের ব্যাপারে কোনো নথি নেই। সেই সূত্রে সংশ্লিষ্টরা মনে করছেন আটককৃতদের ওপর নির্যাতন চালাচ্ছে জান্তা প্রশাসন। সাম্প্রতিক মৃত্যুগুলো সেই সম্ভাবনাকে আরও জোরাল করছে।
সারাবাংলা/একেএম
অ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার (এএপিপি) টপ নিউজ ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) মিয়ানমারে সেনা অভ্যুত্থান