Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নিয়োগকর্তা চাইলে মালয়েশিয়া ফেরতরা আবার যেতে পারবেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২১ ২২:৫৯ | আপডেট: ১০ মার্চ ২০২১ ২৩:১৭

ঢাকা: মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে যারা করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ঢাকায় এসে আটকে গেছেন, নিয়োগকর্তারা চাইলে সেসব প্রবাসীরা আবার মালয়েশিয়া যেতে পারবেন।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারওয়ার বুধবার (১০ মার্চ) ঢাকার কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব-এর সঙ্গে এক মতবিনিময় বৈঠকে এই তথ্য জানান।

মতবিনিময় বৈঠকটি ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। এর আগে মালয়েশিয়া প্রবাসীদের সেবায় ‘বাংলা টাইগার ডিজিটাল’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়।

হাইকমিশনার মো. গোলাম সারওয়ার বলেন, মালয়েশিয়া বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক দেশ। যেখানে ১০ লাখ প্রবাসী বাংলাদেশি কর্মী রয়েছে এবং দুই দেশের মধ্যে আড়াই বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।

সারাবাংলা/জেআইএল/টিআর

প্রবাসী শ্রমিক হাইকমিশন হাইকমিশনার মো. গোলাম সারওয়ার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর