Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পশ্চাৎপদ অসভ্য দৃষ্টিভঙ্গীধারীদের ঘরে-বাইরে পরাজিত করতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২১ ২১:১২

ঢাকা: নারীদের যারা মানুষ হিসেবে মর্যাদা দিতে পারে না, এমন অসভ্য দৃষ্টিভঙ্গীধারী মানুষদের সবখানে পরাজিত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সাধারণ সম্পাদক শিরীন আখতার।

তিনি বলেন, তেঁতুল তত্ত্বসহ নারীকে মানুষ হিসেবে মর্যাদা দিতে অক্ষম এবং নারী অধিকারবিরোধী পশ্চাৎপদ অসভ্য দৃষ্টিভঙ্গী ও বিচার ধারাকে ঘরে-বাইরে পরাজিত করতে হবে। পৃথিবীর সব ক্ষেত্রে নারীদের সাফল্য-অর্জন-যোগ্যতার প্রমাণগুলোর উদাহরণ হিসেবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাসদের সহযোগী সংগঠন জাতীয় নারী জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বুধবার (১০ মার্চ) নগরীর শহিদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জাতীয় নারী জোট নেত্রী সৈয়দা শামীমা সুলতানা হ্যাপীর সভাপতিত্বে ও নীলঞ্জনা রিফাত সুরভীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, সহসভাপতি শফি উদ্দিন মোল্লা, জাতীয় নারী জোট নেত্রী ও জাসদ সহসভাপতি উম্মে হাসান ঝলমল, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাসদের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ও জাতীয় নারী জোট নেত্রী কাজী সালমা সুলতানাসহ অন্যরা

আলোচনায় শিরীন আখতার বলেন, নারী সমঅধিকার প্রতিষ্ঠার দাবিকে রাজনৈতিক ও  সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় দাবিতে পরিণত করতে নারীদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, একই কাজে সমান মজুরি, নারীর গৃহকর্মের আর্থিক মূল্যায়ন, পিতা-মাতার সম্পত্তিতে নারীর সমঅধিকার প্রতিষ্ঠা করা, নারীর স্বাধীনভাবে চলাচল ও যাতায়াত নিরাপদ করা, নারীর স্বাধীনভাবে পেশা গ্রহণ ও কাজ করার অধিকার নিশ্চিত করতে হবে। এর জন্য নারী আন্দোলন ও রাজনৈতিক আন্দোলন সমান্তরালে পরিচালিত করতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/টিআর

জাসদ নারী দিবস নারীর অধিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর