Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও সাড়ে ৩ লাখ টন চাল আমদানির অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২১ ২১:০১ | আপডেট: ১০ মার্চ ২০২১ ২১:০৬

ঢাকা: রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে জি-টু-জি (সরাসরি সরকারের কাছ থেকে কেনা) পদ্ধতিতে ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে সাড়ে তিন লাখ মেট্রিক টন সিদ্ধ ও আতপ চাল আমদানির সিদ্ধান্তে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। রমজান মাস সামনে রেখে দেশে চালের যেন কোনো সংকট না হয়, সে কারণে পর্যাপ্ত মজুত নিশ্চিত রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১০ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এ নিয়ে গত এক সপ্তাহে ৯ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে গত ৩ মার্চ সাড়ে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন- আরও সাড়ে ৩ লাখ টন চাল আমদানি করবে সরকার

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অষ্টম ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১০ম সভা অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিসভা কমিটিতে অনুমোদনের জন্য তিনটি ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে তিনটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এছাড়াও টেবিলে একটি প্রস্তাব উত্থাপন করা হয়।

এর মধ্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদনের জন্য তিনটি প্রস্তাবই খাদ্য মন্ত্রণালয়ের। ক্রয় সংক্রান্ত কমিটির প্রস্তাবগুলোর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দু’টি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি প্রস্তাবনা ছিল। এতে মোট অর্থের পরিমাণ ৬৬৩ কোটি ৪৮ লাখ ১৬ হাজার ৯০১ টাকা।

অর্থমন্ত্রী বলেন, আমরা বিভিন্ন সোর্স থেকে চাল আনার চেষ্টা করছি। কারণ কোনো জায়গা থেকে চাল আনা না গেলে সমস্যা দেখা দিতে পারে। তাই ঝুঁকি কমাতেই একাধিক উৎস থেকে চাল কেনার ব্যবস্থা করছি।

বিজ্ঞাপন

আ হ ম মুস্তফা কামাল বলেন, চালের দর কত, সেটি এখনো আসেনি। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি নীতিগত অনুমোদন দিয়েছে। এখন আমাদের রাষ্ট্রদূতের মাধ্যমে চালের দাম সংগ্রহ করবে।

অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদফতর রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে জি-টু-জি পদ্ধতিতে ভারতের পাঞ্জাব রাজ্যের সিভিল সাপ্লাইস করপোরেশন লিমিটেড (পিইউএনএসইউপি) থেকে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অফিসের সাকননাখোন ন্যাশনাল ফার্মস কাউন্সিল থেকে আরও এক লাখ ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল এবং ভিয়েতনামের সাউদার্ন ফুড করপোরেশন থেকে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সারাবাংলা/জিএস/টিআর

ক্রয় সংক্রান্ত কমিটি চাল আমদানি নীতিগত অনুমোদন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর