করোনা: ব্রাজিলে এক দিনে ১৯৭২ জনের মৃত্যু
১০ মার্চ ২০২১ ২০:৫২ | আপডেট: ১০ মার্চ ২০২১ ২১:৫২
ব্রাজিলে হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় এবং ভ্যাকসিন প্রয়োগের ধীর গতির মধ্যেই করোনায় আক্রান্ত হয়ে দৈনিক সর্বোচ্চ মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (৯ মার্চ) ২৪ ঘণ্টায় দেশটিতে ১ হাজার ৯৭২ জনের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত করোনায় আক্রান্তদের দৈনিক মৃত্যুর হিসাবে এই সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে, একমাত্র যুক্তরাষ্ট্রে একদিনে এরচেয়ে বেশি করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।
এদিকে ব্রাজিলে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৭৬৪ জন। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১০ লাখে। কোভিড-১৯ মহামারিতে ব্রাজিলে মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৬৮ হাজার ৩৭০ জন।
এর আগে, ৩ মার্চ ব্রাজিল সর্বোচ্চ এক হাজার ৯০০ মানুষের মৃত্যু দেখেছিল। টানা দুই সপ্তাহে দেশটিতে করোনায় মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
সারাবাংলা/একেএম