চাঁদে চীন-রাশিয়া যৌথ উদ্যোগে মহাকাশ কেন্দ্র
১০ মার্চ ২০২১ ১৮:৪৬ | আপডেট: ১০ মার্চ ২০২১ ২০:৫৫
চীন এবং রাশিয়া যৌথ উদ্যোগে চাঁদে একটি মহাকাশ কেন্দ্র নির্মাণের পরিকল্পনার কথা সংবাদ মাধ্যমে জানানো হয়েছে। বুধবার (১০ মার্চ) রাশিয়ার মহকাশ সংস্থা রসকসমস বলেছে, চাঁদের পৃষ্ঠে, কক্ষপথে কিংবা উভয় জায়গায় গবেষণা কেন্দ্র নির্মাণে চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে তাদের সমঝোতা হয়েছে। খবর বিবিসি।
এই মহাকাশ কেন্দ্রটি নির্মিত হলে অন্য দেশগুলোও তা ব্যবহার করতে পারবে।
এদিকে মহাকাশে প্রথম মানুষ যাওয়ার ৬০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতির মধ্যে চাঁদে মহাকাশ কেন্দ্র নির্মাণের এই পরিকল্পনা সামনে আসলো। ১৯৬১ সালের এপ্রিলে ভস্তক-১ মহাকাশযানে রাশিয়ার নভোচারী ইউরি গ্যাগরিন প্রথম মহাকাশে গিয়েছিলেন।
চীন ও রাশিয়ার মহাকাশ সংস্থা এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, নতুন যে মহাকাশ কেন্দ্র বানানোর পরিকল্পনা হচ্ছে, তা ব্যবহার করে চাঁদে অনুসন্ধানসহ বিস্তৃত বৈজ্ঞানিক গবেষণা চালানো সম্ভব হবে।
এছাড়াও, অভিযানের পরিকল্পনা, নকশা, গবেষণা কেন্দ্র নির্মাণ এবং পরিচালনায় রাশিয়া ও চীন একে অপরকে সহায়তা করবে।
সারাবাংলা/একেএম