Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি আবহাওয়া বিজ্ঞান বিভাগে স্নাতক চালু, আসন ১৫

ঢাবি করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২১ ১৮:১০

যাত্রা শুরুর পাঁচ বছরের মাথায় এসে স্নাতক (সম্মান) কোর্স চালু করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগ। আসন্ন ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে বিভাগটিতে স্নাতক (সম্মান) পর্যায়ে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। শুরুতে স্নাতক পর্যায়ে আসন রাখা হয়েছে ১৫টি।

এর আগে, ২০১৬ সালে যাত্রা শুরু করা আবহওয়া বিজ্ঞান বিভাগে কেবল স্নাতকোত্তর পর্যায়ে পড়ালেখার সুযোগ ছিল।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সারাবাংলাকে বলেন, বিভাগটি মূলত আগে থেকেই ছিল। তখন কেবল মাস্টার্স করার সুযোগ ছিল। এবার থেকে স্নাতক পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে বিভাগটিকে।

২০২০-২১ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের জন্য ‘ক’ ইউনিটভুক্ত নতুন এই বিভাগে ১৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর ফলে এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যাতেও আসছে পরিবর্তন। ৭ হাজার ১১৮ থেকে ১৫টি আসন বেড়ে এই শিক্ষাবর্ষে ভর্তি নেওয়া হবে ৭ হাজার ১৩৩ জন শিক্ষার্থীকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স অনুষদভুক্ত আবহাওয়া বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন অধ্যাপক ড. তাওহীদা রশীদ।

তিনি সারাবাংলাকে বলেন, প্রতিষ্ঠার পর থেকে আমাদের ব্যাচ থেকে দেড় মাসের একটি প্রফেশনাল কোর্সের আন্ডারে দু’টো ব্যাচ বের হয়ে গেছে। এখন থার্ড ব্যাচ চলছে। আমাদের ক্লাসরুম ও ল্যাব সুবিধাসহ আনুষঙ্গিক সবকিছুই এরই মধ্যে আমরা পেয়েছি। এখন আমরা স্নাতক পর্যায়ে পাঠদান শুরু করতে যাচ্ছি।

বিভাগটির শিক্ষা কার্যক্রম চলবে বিশ্ববিদ্যালয়ের খন্দকার মোকাররম হোসেন ভবনে। বর্তমানে শিক্ষক সংখ্যা পাঁচ জন। এর মধ্যে রয়েছেন বিভাগটির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন অধ্যাপক তাওহীদা রশীদ। তার সঙ্গে রয়েছেন একজন সহযোগী অধ্যাপক ও তিন জন প্রভাষক পদমর্যাদার শিক্ষক (খণ্ডকালীন)। এছাড়া বিভাগটিতে আছেন আরও পাঁচ জন কনসালট্যান্ট।

বিজ্ঞাপন

অধ্যাপক তাওহীদা রশীদ বলেন, আমরা আরও দু’জন শিক্ষক নেব। এরই মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চলতি মাসের ২৬ তারিখেই সিলেকশন বোর্ড আছে।

ঢাবি আবহাওয়া বিজ্ঞান বিভাগে এরই মধ্যে বসানো হয়েছে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। এর মাধ্যমে মোট ১২টি স্যাটেলাইট থেকে তথ্য গ্রহণ করা যাবে বলে জানান অধ্যাপক তাওহীদা রশীদ। তিনি বলেন, সম্পূর্ণ আন্তর্জাতিক মান অনুসরণ করেই আমরা আমাদের কার্যক্রম সাজিয়েছি। এরই মধ্যে ১২টি স্যাটেলাইট থেকে তথ্য সংগ্রহের উপযোগী স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনও আমরা বসিয়েছি।

সারাবাংলা/আরআইআর/টিআর

আবহাওয়া বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর