Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩১ মার্চ যশোর পৌরসভা নির্বাচন

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২১ ১৮:০০ | আপডেট: ১০ মার্চ ২০২১ ২১:০৫

ঢাকা: আগামী ৩১ মার্চ যশোর পৌরসভা নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (১০ মার্চ) ইসির উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন তফসিল ঘোষণা করা হয়।

তফসিলে আরও বলা হয়েছে, নির্বাচনে ইতোপূর্বে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা বহাল থাকবেন। নতুন করে কেউ আর মনোনয়নপত্র দাখিল করতে পারবেন না। তবে যশোর পৌরসভা নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মার্চ এবং ভোটগ্রহণের তারিখ আগামী ৩১ মার্চ বুধবার।

আরও বলা হয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি ইসির এক প্রজ্ঞাপনে যশোর পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়। স্থগিতকৃত পৌরসভার নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। এতে আরও বলা হয়েছে, গত ৯ ফেব্রুয়ারি নির্বাচন সংক্রান্ত কার্যক্রম যে অবস্থায় ছিল, সে অবস্থান থেকেই নতুন সময়সূচি অনুযায়ী নির্বাচন হবে। নতুন করে কেউ আর নির্বাচনে মনোনয়নপত্র দাখি করতে পারবেন না।

সারাবাংলা/জিএস/এমআই

৩১ মার্চ টপ নিউজ নির্বাচন যশোর পৌরসভা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর