Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের নেতৃত্বে বাংলাদেশ বদলে গেছে: হাছান মাহমুদ

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১০ মার্চ ২০২১ ১৭:১৮

জয়পুরহাট: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে আজকে বাংলাদেশ বদলে গেছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আগেই বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী যখন আমরা পালন করছি, সেই সময় জাতিসংঘ কর্তৃক বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার স্বীকৃতি পেয়েছে।

বুধবার (১০ মার্চ) দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

বিজ্ঞাপন

তিনি বলেন, আগে যখন নৌকাডুবি হতো, ঘুর্ণিঝড় হতো, জলোচ্ছাস হতো কিংবা বড় কোনো বন্যা হতো তখন আমরা বিশ্বের সংবাদ হতাম। ঢাকার রাজপথে যখন গাড়ির পরিবর্তে নৌকা চলতো তখন আমরা বিশ্বের সংবাদ হতাম। এখন আমরা বিশ্বের সংবাদ হই তখন, যখন শেখ হাসিনাকে পৃথিবীর অন্যতম সেরা প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করা হয়।

মন্ত্রী বলেন, আমরা বিশ্বের সংবাদ হই যখন কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল বলেন যে পৃথিবীর তিনজন কমনওয়েলথভূক্ত রাষ্ট্রগুলোর মধ্যে তিনজন নারী নেত্রী যারা এই করোনার মধ্যে পৃথিবীকে পথ দেখিয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আব্দুল কাদের মন্ডলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা /এসএসএ

আওয়ামী লীগ জয়পুরহাট তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর