Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১০ মার্চ ২০২১ ১৬:৫৩

প্রতীকী ছবি

বেনাপোল: বেনাপোল বাজারের দূর্গাপুর মোড়ে ট্রলির ধাক্কায় নজরুল ইসলাম (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নজরুল ইসলাম বেনাপোল পোর্ট থানাধীন ঘিবা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল আরোহী নজরুল ইসলাম বেনাপোল বাজারের দূর্গাপুর মোড় অতিক্রম করছিলেন। এসময় ইটবোঝাই একটি ট্রলি পেছন থেকে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গেলে ইটবোঝাই ট্রলিটি তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মামুন খান জানান, ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসএ

বেনাপোল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

সাবেক আইজি এম আজিজুল হক আর নেই
১৫ জানুয়ারি ২০২৫ ১১:১০

আরো

সম্পর্কিত খবর