Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেখক মুশতাকের মোবাইল ও সিপিইউ ফেরত চাইলেন স্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২১ ১৬:২৫ | আপডেট: ১০ মার্চ ২০২১ ১৮:৪৭

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা অবস্থায় মারা যাওয়া লেখক মুশতাক আহমেদের মোবাইল ফোন ও কম্পিউটারের সিপিইউ আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ফেরত চেয়ে আবেদন করা হয়েছে।

বুধবার (১০ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে লেখক মোস্তাকের স্ত্রী মাছিহা আক্তার এ আবেদন করেন।

এ সময় আদালত মামলাটির তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের ইন্টারনেট রেফায়েল টিমের এসআই আফছর আহমেদকে আগামী ১০ দিনের মধ্যে মালিকানা যাচাইপূর্বক প্রতিবেদন জমা প্রদানের আদেশ দেন। আবেদনের ওপর শুনানি করেন মুশতাক আহমেদের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

আবেদনে উল্লেখ করা হয়, গত ২৫ ফেব্রুয়ারি মোস্তাক আহমেদ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুবরণ করেন। তিনি মারা যাওয়ায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এ মামলার কার্যক্রম চলার সুযোগ নেই। তার মালিকানাধীন জব্দকৃত আলামতসমূহ এভিডেন্স হিসেবে ব্যবহৃত হবে না। জব্দকৃত আলামতসমূহ আমার জিম্মায় প্রদান করা একান্ত আবশ্যক।

আরও পড়ুন
করোনা নিয়ে গুজব ছড়ানোয় গ্রেফতার হয়েছিলেন মুশতাক: তথ্যমন্ত্রী
মুশতাক হত্যাকাণ্ড রাষ্ট্রীয়ভাবে হয়েছে: ফখরুল
মুশতাকের মৃত্যুতে বিদেশিদের বক্তব্য শিষ্টাচার বহির্ভূত
মুশতাকের মৃত্যু ওষুধের প্রভাব নাকি গাফিলতিতে তদন্তের পর বলা যাবে
লেখক মুশতাকের মৃত্যুর বিষয় লিখিতভাবে জানাতে বললেন হাইকোর্ট

সারাবাংলা/এআই/একে

লেখক মুশতাক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর