নতুন নিয়োগের কাজ শুরু করেছে নিবন্ধন কর্তৃপক্ষ
১০ মার্চ ২০২১ ১৬:৩৬
ঢাকা: জাতীয় নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নতুন নিয়োগের কাজ শুরু করেছে। দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ দফায় ৫৭ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে। এ জন্য তৃতীয় দফায় গণবিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগও নেওয়া হয়েছে।
এনটিআরসিএর চেয়ারম্যান আশরাফ উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘এর আগেও আমরা গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছি। সবমিলিয়ে ৫৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার অনুমতি পেয়েছি। সারাদেশে সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শূন্যপদের তালিকা সংগ্রহ করে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করব।’
এ ছাড়া এনটিআরসিএ নতুন বছরে ১ হাজার ২৮৪ জন শিক্ষকের নিয়োগ সমস্যারও সমাধান করেছে বলে জানান তিনি।
চেয়ারম্যান বলেন, ‘শিক্ষক নিয়োগের যে সমস্যা ছিল সেটি সমাধান হওয়ায় আমরা কিছুটা স্বস্তি পেয়েছি। এমপিওভুক্তির কাজও শেষ হয়েছে। আরও যাদের সমস্যা রয়েছে সেগুলোও আমরা সমাধানের চেষ্টা করছি।’
এদিকে এখন ১৬তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলছে। এ পরীক্ষার চূড়ান্ত ফলাফল এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হবে। আশরাফ উদ্দিন বলেন, ‘আমাদের পরিকল্পনায় এই ফল প্রকাশের পর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তার আগে নিয়োগ নিয়ে আদালতের যেসব আদেশ রয়েছে সেগুলো যাচাই-বাছাই করা হবে।’
সারাবাংলা/টিএস/পিটিএম