Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অফিস শুরু করলেন দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২১ ১৫:৪০

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ ও কমিশনার মো. জহুরুল হক আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করেছেন।

বুধবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে দুদকের প্রধান কার্যালয়ে আসেন তারা। এ সময় দুদকের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের শুভেচ্ছা জানান।

মঈনউদ্দীন আবদুল্লাহ দুদক চেয়ারম্যান পদে ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হলেন। আর জহুরুল হক দুদকের কমিশনার (তদন্ত) পদে এ এফ এম আমিনুল ইসলামের জায়গায় দায়িত্ব নিলেন।

দুদকের নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ ২০১৮ সালের আগস্ট মাসে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে অবসরে যাওয়ার পর ২০১৯ সালের জুলাই মাসে রাষ্ট্রায়ত্ত উন্নয়ন সংস্থা পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পান। ১৯৫৯ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করা আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ১৯৮৩ সালে জনপ্রশাসনে যোগ দেন।

এরআগে গত ৩ মার্চ রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ বিভাগ তাদের দুদকে নিয়োগে দেন। আইন অনুযায়ী তিন জন কমিশনারের সমন্বয়ে দুদক গঠিত হয়। কমিশনারদের মেয়াদ থাকে পাঁচ বছর। তাদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।

সারাবাংলা/এসজে/এমআই

অফিস শুরু দুদক

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর