কানাডার দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পদে নারী
১০ মার্চ ২০২১ ১৩:৫৫ | আপডেট: ১০ মার্চ ২০২১ ১৩:৫৭
কানাডার সামরিক বাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদে একজন নারীকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। লে. জেনারেল ফ্রান্সেস অ্যালেনকে প্রতিরক্ষা বাহিনীর উপ-প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। খবর এএফপি।
এই প্রথম দেশটিতে কোনো নারী সামরিক বাহিনীর এই উচ্চ পদে দায়িত্ব পেলেন। মঙ্গলবার (৯ মার্চ) ফ্রান্সেস অ্যালেনকে সর্বোচ্চ পদে নিয়োগ দেন ট্রুডো। কানাডার সামরিক বাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
এর আগে, এই শীর্ষ পদে দায়িত্ব পালনকারী ব্যক্তির বিরুদ্ধে যৌন হয়রানির বিভিন্ন অভিযোগ ওঠে। যা নিয়ে দেশটিতে অনেক সমালোচনা হয়। এমন পরিস্থিতিতে এই নিয়োগ দেওয়া হলো।
এক সংবাদ সম্মেলনে জাস্টিন ট্রুডো বলেন, কানাডার ইতিহাসে প্রথমবারের মতো প্রতিরক্ষা বাহিনীর উপ-প্রধান পদে একজন নারীকে দেখে আমি অত্যন্ত আনন্দিত।
সাবেক উপ-প্রধান জেনারেল জনাথন ভন্সের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ কানাডার সংবাদ মাধ্যমে প্রকাশের পর তাকে সরিয়ে এই নারীকে নিয়োগ দেওয়া হয়। এখন তার বিরুদ্ধে সামরিক পুলিশের অসঙ্গত আচরণ এবং অধস্তনদের সঙ্গে সম্পর্কের বিষয় তদন্ত করা হচ্ছে।
তবে এসব অভিযাগ অস্বীকার করেছেন জনাথন ভন্স। এসব অভিযোগ প্রকাশ হওয়ার আগেই গত জানুয়ারিতে অবসর গ্রহণ করেন তিনি।
সারাবাংলা/এনএস
কানাডা জাস্টিন ট্রুডো টপ নিউজ ফ্রান্সেস অ্যালেন সর্বোচ্চ সামরিক পদে নারী