Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকাশে খরচ ছাড়াই সেন্ড মানি ‘প্রিয়’ নম্বরে

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২১ ১১:২৯

ঢাকা: খরচ ছাড়াই প্রিয় ৫টি নম্বরে সেন্ড মানি করার সুযোগ দিচ্ছে দেশের সেরা মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ। মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত সেন্ড মানি করা যাবে এই অফারের আওতায়।

বিকাশে প্রিয় নম্বর যুক্ত করা খুবই সহজ। *২৪৭# বা বিকাশ অ্যাপ ব্যবহার করে গ্রাহক সহজেই তার বিকাশ অ্যাকাউন্টে প্রিয় নম্বরগুলো যুক্ত করে নিতে পারছেন। প্রয়োজনে পরবর্তী মাসে প্রিয় নম্বর পরিবর্তনও করার সুযোগ আছে।

বিজ্ঞাপন

বিকাশের পক্ষ থেকে জানানো হয়, অল্প সময়ের মধ্যেই বিশাল সংখ্যক গ্রাহক তাদের বিকাশ প্রিয় নম্বর সংযুক্ত করে নিয়েছেন এবং *২৪৭# ও বিকাশ অ্যাপ থেকে কোনো খরচ ছাড়াই সেন্ড মানি সেবা নিচ্ছেন। যে অল্প সংখ্যক গ্রাহক ২৫ হাজার টাকার বেশি টাকা পাঠান তারা ৫০ হাজার টাকা পর্যন্ত আগের চার্জেই টাকা পাঠাতে পারছেন।

এছাড়াও যেকোনো নম্বরে ১০০টাকা পর্যন্ত সেন্ড মানিতে কোনো খরচ থাকছে না। বিকাশ অ্যাপ ও *২৪৭# উভয় মাধ্যমেই এই খরচ ছাড়া সেন্ড মানির সুযোগ নিতে পারছেন সকল গ্রাহক। সাধারণ মানুষের আর্থিক লেনদেন কম খরচে, ঝামেলামুক্ত ও সহজ করার প্রত্যয় নিয়ে বিকাশ নিত্যনতুন যে পদক্ষেপ নিচ্ছে সেন্ড মানির জন্য নেওয়া এই উদ্যোগ তারই একটি অংশ।

সারাবাংলা/এএম

বিকাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর