ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
৯ মার্চ ২০২১ ২৩:৪০ | আপডেট: ১০ মার্চ ২০২১ ০০:০১
কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত দূর্জয় (২০) ৩ নম্বর বন্দবেড় ইউনিয়নের ফলুয়ার চর গ্রামের মমিন চানের ছেলে।
মঙ্গলবার (৯ মার্চ) সকালে দিকে বন্দবেড় ইউনিয়নের প্রাক্তন ইউপি চেয়ারম্যান কবির হোসেনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর বিল্লাহ সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত দূর্জয় হোসাইন সকালে মোটরসাইকেলে করে রৌমারী বাজারের দিকে যাচ্ছিলেন। সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেনের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক্টর সামন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান দূর্জয়। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে ট্রাক্টরটি আটক করে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর বিল্লাহ জানান, নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/টিআর