Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পুটনিক ভ্যাকসিন উৎপাদনে রাশিয়া-ইতালি চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক
৯ মার্চ ২০২১ ২২:৫৭

ইউরোপে রাশিয়ার স্পুটনিক করোনা ভ্যাকসিন উৎপাদনে চুক্তিবদ্ধ হয়েছে ইতালি। মঙ্গলবার (৯ মার্চ) ইতালিয়ান-রাশিয়ান চেম্বার অব কমার্সের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর তাস।

অন্যদিকে, ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অচিরেই তারা রাশিয়ার বাইরে স্পুটনিক ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে যাচ্ছেন।

সেক্ষেত্রে, করোনা ভ্যাকসিন নিয়ে সংকটের মুখে থাকা ইউরোপের দিকে নজর দিয়েছে রাশিয়া।

তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইতালির কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা অনুমোদন না দেওয়া পর্যন্ত স্পুটনিক ভ্যাকসিন প্রয়োগ করা সম্ভব হবে না।

বার্তা সংস্থা তাস জানাচ্ছে, জুলাই নাগাদ উৎপাদন কাজ শুরু করবে ইতালি। আর চলতি বছরেই তারা ১০ মিলিয়ন ডোজ স্পুটনিক ভ্যাকসিন উৎপাদন করবে যা ইউরোপের বিভিন্ন দেশে প্রয়োজন অনুসারে সরবরাহ করা হবে।

সারাবাংলা/একেএম

ইতালি টপ নিউজ ভ্যাকসিন উৎপাদন রাশিয়া স্পুটনিক

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর