Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে ১ কেজি সোনাসহ পাচারকারী আটক

লোকাল করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২১ ২২:৩৪

বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্তের আমড়াখালী বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে এক কেজি ১৬৩ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ আব্দুল ওহাব (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে তাকে আটক করা হয়। আব্দুল ওহাব বেনাপোল পোর্ট থানার ছোট আচড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, গোয়েন্দা সূত্রে জানা যায় এক সোনা পাচারকারী বিপুল পরিমাণ সোনার চালান নাভারন বাজার থেকে ইজিবাইকে নিয়ে বেনাপোলের দিকে যাবে। পরে আমড়াখালী বিজিবি চেকপোস্টের বিজিবি সদস্যরা ওই ইজিবাইকে অভিযান চালায়। এসময় ইজিবাইকের যাত্রী ওহাবকে তল্লাশি চালিয়ে এক কেজি ১৬৩ গ্রাম ওজনের ১০টি সোনার বার পাওয়া যায়। এই সোনার সিজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা।

তিনি আরও জানান, তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা /এসএসএ

আটক বেনাপোল সোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর