Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ সোস্যাল মিডিয়ার বিরুদ্ধে রাশিয়ার মামলা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৯ মার্চ ২০২১ ২০:০০ | আপডেট: ১০ মার্চ ২০২১ ০০:২৪

‘অবৈধ’ বিক্ষোভে শিশুদের জড়িত করার লক্ষ্য নিয়ে দেওয়া পোস্টগুলো মুছে না ফেলায় ফেসবুক, টুইটার, গুগল, টিকটক এবং টেলিগ্রামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে রাশিয়া সরকার। মঙ্গলবার (৯ মার্চ) মস্কোর এক আদালতের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, পাঁচ সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে তিনটি করে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হলে ৪৫ হাজার মার্কিন ডলার জরিমানার মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে রয়টার্স।

বিজ্ঞাপন

এই মামলার শুনানি ২ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে মস্কোর আদালত সূত্র জানিয়েছে।

এর আগে, রাশিয়ার পুতিনবিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে কারাদণ্ড দেওয়ার পর থেকেই রাশিয়ায় সরকারবিরোধী আন্দোলন জোরদার হয়েছে। ওই আন্দোলনের অংশ হিসেবে রাস্তায় নামার পাশাপাশি সাইবার স্পেসেও বিক্ষোভকারীরা সক্রিয় ভূমিকা নিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নাভালনির কারাদণ্ডকে কেন্দ্র করে দানা বাধা আন্দোলন দমনের উদ্দেশ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যদিও, ওই মামলার ব্যাপারে পাঁচ প্রতিষ্ঠানের কেউই মুখ খোলেননি।

সারাবাংলা/একেএম

অ্যালেক্সি নাভালনি গুগল টপ নিউজ টিকটক টুইটার টেলিগ্রাম ফেসবুক ভ্লাদিমির পুতিন রাশিয়া

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর