Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ জেলার পুলিশ সুপার পদে রদবদল

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২১ ১৯:১৫

ঢাকা: ছয় জেলার পুলিশ সুপার পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে কয়েকটি জেলায় পুলিশ সুপার এসেছেন অন্য জেলা থেকে। কয়েকটি জেলায় পুলিশ সুপার এসেছেন মেট্রোপলিটন পুলিশ থেকে।

মঙ্গলবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

বদলি হওয়া পুলিশ সুপারদের মধ্যে জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরকে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার, খুলনা জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহকে গাজীপুর জেলা পুলিশ সুপার ও মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানকে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. মিলন মাহমুদকে চাঁদপুরের পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার গোলাম মোস্তফা রাসেলকে মাদারীপুরের পুলিশ সুপার ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মাছুম আহাম্মদ ভূঞাকে জয়পুরহাট জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।

সারাবাংলা/ইউজে/টিআর

পুলিশ সুপার বাংলাদেশ পুলিশ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর