Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের নারী শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২১ ১৮:৩২

ঢাকা: বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (সংক্ষেপে বলে স্টেম) শিক্ষা বিষয়ে নারী ও মেয়েদের শিক্ষাদান ও কর্মজীবন গড়ে তুলতে, তাদেরকে উৎসাহিত, অনুপ্রাণিত ও সহযোগিতা করতে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস নিজেদের অর্থায়নে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে দেশের আটটি বিভাগের ৮০০-এরও বেশি নারী স্টেম প্রশিক্ষক প্রশিক্ষণ পাবেন। যা তাদেরকে স্থানীয় নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের আরও ভালো ও কার্যকরভাবে স্টেম সম্পর্কে জানাতে এবং এই বিষয়ে শিক্ষা ও কর্মজীবন গড়ে তুলতে প্রয়োজনীয় পরামর্শ দিতে দক্ষ করে তুলবে।

বিজ্ঞাপন

‘স্ট্রেনদেনিং ইউএস-বাংলাদেশ সাসটেইনেবল রিলেশনশিপ বাই ডেভেলপিং স্টুডেন্ট-সেন্টারড স্টেম এডুকেশন (শিক্ষার্থীমুখী স্টেম শিক্ষার উন্নয়নের মাধ্যমে মার্কিন-বাংলাদেশ টেকসই সম্পর্ক জোরদারকরণ)’ শীর্ষক প্রকল্পটি মঙ্গলবার (৯ মার্চ) বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার উদ্বোধন করেন।

যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স সেকশনের অর্থায়নে পরিচালিত দুই বছরব্যাপী এই প্রকল্পের মাধ্যমে স্টেম বিষয়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে বিশ্ববিদ্যালয়ে পড়ুা ও বয়সী শিক্ষার্থীদের উদ্দেশে  বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে। যার মধ্যে দেশব্যাপী স্টেম প্রতিযোগিতার আয়োজন এবং স্টেম প্রশিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এছাড়া জব ফেয়ার (চাকরি মেলা) ও ক্যারিয়ার কাউন্সেলিং (কর্মজীবন গড়ে তোলার লক্ষ্যে পরামর্শ দেওয়া)-এর মাধ্যমে তরুণীদের (১৮-২৫ বছর) প্রযুক্তি খাতে সফল পেশাগত জীবন গড়ে তোলার লক্ষ্যে পরামর্শ দেওয়া হবে।

আশা করা হচ্ছে দেশব্যাপী স্টেম প্রতিযোগিতার আয়োজন বাংলাদেশের নারী শিক্ষার্থীদের, বিশেষ করে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর নারীদের স্টেমের ক্ষেত্রে অংশগ্রহণে আগ্রহী করে তুলবে। এই প্রকল্পের মাধ্যমে দেশের আটটি বিভাগের ৮০০-এরও বেশি নারী স্টেম প্রশিক্ষক পাবেন। যা তাদেরকে স্থানীয় নারী, মেয়ে ও সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের আরেও ভালো ও কার্যকরভাবে স্টেম সম্পর্কে জানাতে এবং এই বিষয়ে শিক্ষা ও কর্মজীবন গড়ে তুলতে প্রয়োজনীয় পরামর্শ দিতে দক্ষ করে তুলবে।

এই প্রকল্প বাংলাদেশ ও আমেরিকার জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের শিক্ষা-বিষয়ক সংযোগ ও সম্প্রসারণ, প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্তকরণ, জেন্ডার সমতা নিশ্চিতকরণ, একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নারী ও মেয়েদের অবদান রাখার সুযোগ তৈরি করা এবং একটি অবাধ ও স্বাধীন ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের গৃহীত অনেকগুলো উদ্যোগের একটি।

বিজ্ঞাপন

স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থিত বিশ্বের শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়ন কিংবা গবেষণা করা সম্পর্কে আরও বিস্তারিত জানতে https://bd.usembassy.gov/education-culture/educationusa/ অথবা https://www.facebook.com/EdUSABangladesh সাইট ভিজিট করতে পারেন।

সারাবাংলা/জেআইএল/এমআই

নারী শিক্ষার্থী যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর