Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২১ ১৮:০০

খুলনা: খুলনার রূপসায় ইজিবাইকের ধাক্কায় হুমাইয়া মাবিয়া (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত হুমাইয়া মাবিয়া (১০) স্থানীয় দুর্জনীমহল এলাকার মুরাদ পেয়াদার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে রূপসার দুর্জনীমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী হুমাইয়া মাবিয়াকে কালিয়া থেকে সেনেরবাজারগামী ইজিবাইক সজোরে ধাক্কা দেয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি সরদার মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় ইজিবাইক চালক মো. জান্নাত হোসেনকে আটক করা হয়েছে।

সারাবাংলা /এসএসএ

ইজিবাইকের ধাক্কা খুলনা স্কুলছাত্রী নিহত