Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবানবন্দির নকল কেন দেওয়া হবে না, হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২১ ১৭:৪৯

ঢাকা: মামলার তদন্ত চলাকালে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির নকল কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) বিচারপতি এম. এনায়েতুর রহিম এবং মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ হত্যা মামলার আসামি পক্ষে এক আবেদন শুনানি শেষে এ রুল জারি করেন।

আদালতে এক আসামির পক্ষে আবেদনটির শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. আসাদ উদ্দিন ও জোবায়দুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পি।

আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে আইনজীবী শিশির মনির বলেন, মামলার তদন্তকালে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির নকল কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের জন্য রুল জারি করেছেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

তিনি বলেন, গত ৪ জুলাই ২০২০ তারিখে নাহিদুল ইসলাম নামে এক ব্যক্তি খুন হন। ওই খুনের মামলায় আসামি লিপন পাটোয়ারী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। নিম্ন আদালতে আসামির দেওয়া জবানবন্দির নকল চেয়ে আবেদন জানান। নিম্ন আদালত উক্ত আবেদন নামঞ্জুর করেন।

ওই আদেশের বিরুদ্ধে আসামি হাইকোর্টে ফৌজদারি কার্যবিধির ৫৬১-এ ধারায় আবেদন দায়ের করেন বলেও জানান তিনি।

শুনানির সময় আইনজীবী শিশির মনির আদালতে বলেন, আসামির দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি তার বিরুদ্ধে ব্যবহৃত হয় এবং সাক্ষ্য আইন অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি একটি পাবলিক ডকুমেন্ট। এ দলিল পেতে আসামি পক্ষে কোনো আইনি বাধা নেই। পাশাপাশি কোনো মামলায় এরূপ জবানবন্দি থাকলে হাইকোর্টে জামিন আবেদন শুনানির সময় বিচারক এরূপ জবানবন্দি জামিন আবেদনে দিতে বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও তুলে ধরেন, তখন জবানবন্দির ফটোকপি পাওয়ার জন্য আসামিকে তদন্তকারী কর্মকর্তার দারস্থ হতে হয় এবং অনেক ক্ষেত্রে অনিয়মের আশ্রয় নিতে হয়। সুতরাং, আসামি তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ ক্ষেত্রমতো ভিকটিমের ২২ ধারার জবানবন্দি এবং ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার অধিকারী। সুতরাং বিষয়টি নিয়ে আইনি আলোচনা হওয়া অত্যন্ত জরুরি।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

জবানবন্দির নকল হাইকোর্টের রুল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর