Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসইর লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২১ ১৭:১৩ | আপডেট: ৯ মার্চ ২০২১ ২০:০১

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও হাজার কোটি টাকা ছাড়িয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) ডিএসইতে এক হাজার ৪৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এটি আগের দিনের চেয়ে ৩২২ কোটি টাকা বেশি। লেনদেন বৃদ্ধির এই ধারা অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অব্যাহত ছিল।

এদিকে মঙ্গলবার দিন শেষে উভয় পুঁজিবাজারে টানা তিন দিন পর সূচকের কিছুটা পতন হলেও বেড়েছে আর্থিক ও শেযার লেনদেন। তবে উভয় পুঁজিবাজারে কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

বিজ্ঞাপন

দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫৮টি কোম্পানির ২৪ কোটি ৪১ লাখ ৮১ হাজার ৬৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে দাম বেড়েছে মাত্র ৮০টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১২১টির। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৪৩ কোটি ৩৮ লাখ টাকা, যা আগের দিন ছিল ৭২১ কোটি ৫১ লাখ টাকা।

এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯১ পয়েন্টে নেমে আসে। এছাড়াও ডিএস-৩০ মূল্য সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ১৬৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬৬ পয়েন্টে উন্নীত হয়।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২৪২টি কোম্পানির ১ কোটি ৯ লাখ ৯৫ হাজার ২৯৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির।

বিজ্ঞাপন

দিনশেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ২৬৮ পয়েন্টে উন্নীত হয়। এদিন সিএসইতে ৩৮ কোটি লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়, যা আগের দিন ছিল ৫০ কোটি ৫৬ লাখ টাকা।

সারাবাংলা/জিএস/পিটিএম

পুঁজিবাজার লেনদেন হাজার কোটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর