Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফের করোনা সংক্রমণের আশঙ্কায় মন্ত্রিসভার নতুন নির্দেশনা’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২১ ১৭:০৩ | আপডেট: ৯ মার্চ ২০২১ ১৯:০৪

ঢাকা: এপ্রিল থেকে জুন মাস ঘিরে ফের করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় নতুন নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের গ্রীষ্মকালের অভিজ্ঞতার ওপর নির্ভর করে তিনটি বিষয়ের উপর জোর দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম। মঙ্গলবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বৈঠক শেষে এক প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, যে তিনটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে সেগুলো হলো- সবাই যেন অবশ্যই মাস্ক ব্যবহার করি, যথা সম্ভব সবাই যেন সতর্কতা অবলম্বন করে চলা ফেরা এবং পাবলিক গ্যাদারিং যেখানে হচ্ছে বিশেষকরে কক্সবাজার বা হিল ট্রাকসে বা বিভিন্ন সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে যেন একটা লিমিটেড সংখ্যায় থাকি। সেক্ষেত্রে নিজেরও যেন একটা দায়িত্ববোধ থাকে যে, বেশি সংখ্যক লোক যেখানে আছে সেখানে যেন না যাই। আর যারা যাবেন তারা যেন স্বাস্থ্যবিধিটা অনুগ্রহ করে মেনে চলেন।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এসব বিষয়ের উপর জোর দেন বলে জানান আনোয়ারুল ইসলাম।

প্রেসব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কোভিড নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন আমি সব জায়গায় বলছি যে, আমরা একেবারে কমফোর্ট জোনে আছি এটা যেন চিন্তা না করি। আমরা অন্য দেশের তুলনায় অনেক ভালো অবস্থানে আছি। কিন্তু একেবারে কমফোর্ট জোনে না। যে যেখানে থাকি ভ্যাকসিন নেই বা না নেই সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের ধারণা ছিল যে, শীতকালে বোধহয় পিকে চলে যাবে, কিন্তু পিক ছিল হাই সামারে। সুতরাং এপ্রিল-জুন আমাদের হাই সাফার হবে। এক্সপার্টরা যেটা বলছেন সেটাতেও দৃষ্টি দিতে বলা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা যে যার জায়গা থেকে যেন কেয়ারফুল থাকি। বিশেষজ্ঞরা বলছেন, একটা ভ্যাকসিন নিলেই আপনি পুরোপুরি প্রোটেকটেড না। ভ্যাকসিন নিলেও মাস্ক পরতে বলা হয়েছে।’

ভ্যাকসিন নেওয়ার প্রবণতা গত কয়েকদিন ধরে কমে গেছে- কারণ জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতর কাজ করছে। ওরা দুয়েকদিনের মধ্যেই কথা বলবে।’

ভারতে করোনার নতুন ধরন দেখা দিয়েছে, এজন্য প্রধানমন্ত্রী বাড়তি সতর্কতার কথা বলেছেন। এ বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী এমনিই বলেছেন। দেখা যাচ্ছে, বিনোদন কেন্দ্রগুলোতে বেশি লোক হুমড়ি খেয়ে পড়ছে। কেউ মাস্ক পরছে না। আমরা প্রত্যেকেই যেন নিজেদের দায়িত্ব নিজেরা পালন করি। পাবলিক গ্যাদারিং যেখানে আছে সেখানে যেন অবস্থা বুঝে অংশ নিই।’

করোনা বেড়ে গেলে আবার লকডাউন দেওয়ার পরিকল্পনা সরকারের আছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, ‘লকডাউনের আমরা চিন্তা করিনি। যদি বাড়ে তাহলে আবার বসে সিদ্ধান্ত নেব।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে কথা বলব। বিদেশিদের এনআইডি নেই, তাদের পাসপোর্ট দিয়ে টিকার ব্যবস্থা করা হয়েছে। এরকম একটা ব্যবস্থা নেব।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কারণ গত কয়েকদিন ধরে বিশেষজ্ঞরা আলোচনা করছেন, আমরা যেন খুব কমফোর্ট ফিল না করি। কারণ গত বছর করোনা পিকে উঠেছে সামারে (গ্রীষ্মকালে)। এটি নিশ্চিত নয় যে, এ বছরেও উঠবে না।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

করোনা সংক্রমণ টপ নিউজ নির্দেশনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর