Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে নালায় যুবকের লাশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২১ ১৭:০১

চট্টগ্রাম ব্যুরো: নগরীর ডবলমুরিং এলাকায় নালা থেকে ফারুক (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মার্চ) সকালে বাদমতলী মোড়ের আগ্রাবাদ কনভেনশন হলের পেছনের নালায় লাশটি পাওয়া গেছে।

ঘটনাস্থলে যাওয়া ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, ‘কনভেনশন সেন্টারের পেছনের নালায় উপুড় হয়ে পড়ে থাকা একজনকে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। আমরা গিয়ে লাশ উদ্ধার করি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সচরাচর নালার আশপাশে কেউ যায় না। তবে স্থানীয়রা জানিয়েছেন, রাতে সেখানে মাদকের আসর বসে। ফারুকও নিয়মিত মাদকের আসরে যেতেন বলে স্থানীয়রা বলছেন। এছাড়া তিনি বিভিন্ন কমিউনিটি সেন্টার ও অনুষ্ঠানে ইভেন্টের কাজ করেন।’

লাশের খবর পেয়ে ঘটনাস্থলে গেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। তার মৃত্যু কিভাবে হয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি মহসীন।

সারাবাংলা/আরডি/এসএসএ

চট্টগ্রাম নালা যুবকের লাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর