‘শেখ হাসিনা নারীদের সম্ভাবনার মুক্ত আকাশ দেখিয়েছেন’
৯ মার্চ ২০২১ ১৪:২৭ | আপডেট: ৯ মার্চ ২০২১ ১৭:১৬
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এদেশের নারীরা বন্দী নয়, বরং শেখ হাসিনা তাদের দেখিয়েছেন সম্ভাবনার মুক্ত আকাশ। তাদের হাতে হাতে এখন বিশ্বজয়ের প্রযুক্তি।
মঙ্গলবার (৯ মার্চ) সকালে তিনি তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা সরকার নারীদের অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি তাদের কর্মের স্বীকৃতিতে বিশ্বাসী। কিন্তু যে অপশক্তি ধর্মের নামে নারীদের এগিয়ে যাওয়ার পথকে রুদ্ধ করে রাখতে চায়, বিএনপি তাদের পৃষ্ঠপোষক।’
বিএনপি নেতারা নারী দিবসের কর্মসূচিতে বলছেন, এদেশের নারীরা অধিকার বঞ্চিত। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নারীদের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে বর্তমান সরকারের উদ্যোগ দেশ-বিদেশে প্রশংসিত; যা ইতোমধ্যে আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি বয়ে এনেছে। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা বিধানের পাশাপাশি দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা বেতনে অধ্যয়নের সুযোগ করে দিয়েছে সরকার। সরাসরি ভোটে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারী প্রতিনিধি নির্বাচন হচ্ছে, জাতীয় সংসদে বাড়ানো হয়েছে সংরক্ষিত নারী আসন।’
নারী উদ্যোক্তা তৈরিতে জামানতবিহীন ঋণ দেওয়া হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘চ্যালেঞ্জিং পেশায় নারীদের অংশগ্রহণ বাড়ছে।’ সন্তানের পরিচয় ও নিবন্ধনে বাবার পাশাপাশি মায়ের নাম যুক্ত করার মধ্য দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নারীদের অনন্য স্বীকৃতি দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘৭৫ পরবর্তী বাংলাদেশে যত সরকার এসেছে নারীর ক্ষমতায়নে শেখ হাসিনাই প্রমাণ করেছেন তার সরকার নারী বান্ধব। বিএনপির শাসনামলে ফাহিমা, পূর্ণিমার মত হাজারো নারী ধর্ষণের শিকার হয়েছিল। সংখ্যালঘু নারীদের উপর যে নির্যাতন চালিয়েছিল তা ৭১ সালের পাক-হানাদারদের বর্বরতাকেও হার মানিয়েছিল।’
শেখ হাসিনা সরকার একদিকে নারীর প্রতি লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে যেমন কঠোর, অপরদিকে নারী উন্নয়নের সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দিতেও সচেষ্ট বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বাস থেকে একজন নারী যাত্রীকে ফেলে দেওয়ার অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘এ ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক।’
তিনি ইতোমধ্যেই বিআরটিএকে এ ব্যপারে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলেন।
সারাবাংলা/এনআর/পিটিএম