Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনগণের মালিকানা কেড়ে নিয়ে তাদের গোলাম করা হয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২১ ১৩:০২ | আপডেট: ৯ মার্চ ২০২১ ১৭:০৪

ঢাকা: জনগণের মালিকানা কেড়ে নিয়ে তাদেরকে গোলাম করা হয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরামের নির্বাহী কমিটির নেতা ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক মোস্তফা মহসিন মন্টু। মঙ্গলবার (৯ মার্চ) বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি। জাতীয় সংসদকে স্বৈরতান্ত্রিক কাঠামোতে পরিণত করা হয়েছে। বর্তমান বিরজামান অবস্থা থেকে জাতিকে নিস্কৃতি দিতে জাতীয় সরকার অপরিহার্য হয়ে গেছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আর্থিক খাতে লুটপাট চলছে। ঘুষ-দুর্নীতি চলছে। বিচার বিভাগের স্বাধীনতা নেই। আইনশৃঙ্খলা বাহিনীসহ সবকিছু দলীয়করণ করা হয়েছে। এর থেকে বাঁচতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’

সাংবাদিক-সম্পাদকের সঙ্গে মতবিনিময়ে বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ খবরের সম্পাদক আজিজুল ইসলাম ভুঁইয়াসহ অন্যরা উপস্থিত রয়েছেন।

এছাড়া মঞ্চে উপস্থিত আছেন গণফোরামের নেতা অধ্যাপক আবু সাঈদ, সুব্রত চৌধুরীসহ অন্যরা।

সারাবাংলা/এএইচএইচ/এমও

গণফোরাম টপ নিউজ মোস্তফা মহসিন মন্টু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর