Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রী-স্পিকার নারী মানেই নারীর ক্ষমতায়ন নয়’

সারাবাংলা ডেস্ক
৮ মার্চ ২০২১ ২১:৪৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী কিংবা স্পিকার অথবা রাষ্ট্রের উচ্চপদে নারী থাকা মানেই নারীর ক্ষমতায়ন নয়। নারীর ক্ষমতায়নের অর্থ হচ্ছে পরিবার, সমাজ এবং রাষ্ট্রে নারীর মতামতকে প্রাধান্য দেওয়া।

সোমবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস ও ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নগর মহিলা লীগ আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে এ সভা হয়েছে।

বিজ্ঞাপন

হাসিনা মহিউদ্দিন আরও বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটি সমতাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ক্ষমতা দখলকারীরা সেই চেতনা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। বেড়েছে নারী-পুরুষের বৈষম্য, মানুষে-মানুষে ভেদাভেদ। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সেই সমতাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথে অনেকদূর এগিয়ে গেছে।

নগর মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীলু নাগ, দফতর সম্পাদক হাসিনা আক্তার টুনু, শিল্প ও বাণিজ্য সম্পাদক কাউন্সিলর হুরে আরা বিউটি, শ্রম সম্পাদক লায়লা আক্তার এটলী, মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমীন ফারুক, ধর্ম সম্পাদক আয়শা আলম চৌধুরী, কাউন্সিলর তসলিমা নূর জাহান রুবি, ফাতেমা আক্তার, আয়েশা আক্তার পান্না, জেনিফার আলম।

সারাবাংলা/আরডি/টিআর

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ হাসিনা মহিউদ্দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর